আমাদের দেশে সরকারি কোনো প্রতিষ্ঠানে ঘুষ নেই এটি কল্পনা করা যায় না। তবে সবাই যে ঘুষ খান, তা নয়। কিন্তু ঘুষখোর, সরকারি সিন্ডিকেটের কাছে তারা অসহায়। যে কারণে অনেকে বাধ্য হয়ে খান। না হলে টিকে থাকা দায়। ঘুষের এই সংস্কৃতি, আজকের নয়। কিন্তু আমাদের দেশের মতো, মহামারী আকারে সব সরকারি অফিসে, ঘুষ ছড়িয়ে পড়ার ঘটনা বিশে^ তেমন নেই। অবশ্য এর যাত্রা শুরু হয়েছিল অনেক আগে। মিসরে খ্রিস্টপূর্ব ৩০০০ সালে প্রথম ঘুষ নেওয়ার ঘটনা জানা যায়। ফারাও রাজার দরবারে বিচারকাজ প্রভাবিত করতে বিচারকদের ঘুষ দেওয়ার কথা জানা যায়। অনেকের ধারণা, যারা আর্থিকভাবে বঞ্চিত, সুযোগবঞ্চিত এবং কম আয় করেন, তাদের মধ্যেই ঘুষগ্রহণের প্রবণতা বেশি। কিন্তু প্রকৃত ঘটনা কি তাই বলে? দেশের প্রত্যেকটি ক্ষেত্রে যদি এমন বাস্তবতা কাজ করে, তাহলে কোথায় শিক্ষা-বোধ-মানবিকতা অথবা...