আব্রাহাম লিংকন এবং জন এফ কেনেডি, যুক্তরাষ্ট্রের অন্যতম দুই সাবেক প্রেসিডেন্ট। দুজনই যুক্তরাষ্ট্রে সমধিক জনপ্রিয় আজও। তবে দুজনের মধ্যে মিল এখানেই শেষ নয়, বরং কিছু কিছু মিল রীতিমতো চমকপ্রদ! দুজনই আততায়ীর গুলিতে মারা গিয়েছিলেন, দুজনের গুলিই লেগেছিল মাথার ঠিক পেছনের দিকে। দুজনই মারা গিয়েছিলেন শুক্রবার, উৎসবের ঠিক পূর্বমুহূর্তে। লিংকন মারা গিয়েছিলেন ইস্টারের আগে আর কেনেডি থ্যাংকসগিভিংয়ের আগে। দুজনের পাশেই ছিলেন নিজের স্ত্রী এবং সঙ্গী হিসেবে ছিলেন আরও এক জুটি স্বামী-স্ত্রী। দুজনেরই চারটি সন্তান ছিল, দুজনকেই একজন করে সন্তান হারানোর বেদনা সহ্য করতে হয়েছিল। দুজনের ক্ষেত্রেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে এক বোনের মৃত্যুশোক সহ্য করতে হয়েছে। দুজনেরই ‘বিলি গ্র্যাহাম’ নামের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজনের ক্ষেত্রেই ভাইস প্রেসিডেন্টের নাম ছিল জনসন। শুধু কি তাই? কেনেডির একজন সেক্রেটারির নাম ছিল মিসেস লিংকন,...