আর্থার অ্যাশ স্টেডিয়ামের নীল কোর্টে শনিবার যেন নতুন করে জন্ম নিলেন আরিনা সাবালেঙ্কা। উইম্বলডনের হতাশা, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হার সবকিছুর জবাব তিনি দিলেন নিউ ইয়র্কে, টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জয় করে। ফাইনালে আমেরিকারই আমান্ডা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ২৭ বছর বয়সী সাবালেঙ্কার জন্য এটি ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড সø্যাম ট্রফি। ২০১২ সালের পর তিনিই প্রথম নারী খেলোয়াড়, যিনি টানা দুই বছর ইউএস ওপেন জিতলেন। গতবার জেসিকা পেগুলাকে হারিয়েছিলেন; এবার আরেক আমেরিকান তারকাকে হারিয়ে লিখলেন নতুন ইতিহাস। উইম্বলডনের সেমিতে আনিসিমোভার কাছে হারের তিক্ততা ভোলা হয়নি সাবালেঙ্কার। ফাইনালে সেই প্রতিদ্বন্দ্বীকেই হারানোর পর চোখে জল, হাতে মুখ ঢেকে হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। তখন পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ে। কোচিং বক্সে তার দলও উদযাপনে...