যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কি দেখা করবেন রাজপরিবারের ছোট ছেলে হ্যারি? এ নিয়ে গুঞ্জনের মাঝেই প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে ফিরেছেন। রাজপরিবার ছেড়ে যাওয়া হ্যারি আগেই আবার পরিবারের সঙ্গে এক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে প্রায় ২০ মাসের দ্বিধাদ্বন্দ্বের পর এই প্রথম হ্যারি এ সপ্তাহে যুক্তরাজ্যে ফিরলেন। সোমবার হ্যারির দাদি রানি এলিজাবেথের তৃতীয় মৃত্যুবার্ষিকী। এদিন গুরুতর অসুস্থ শিশুদের জন্য এক বাৎসরিক দাতব্য অনুষ্ঠানে যোগ দেবেন হ্যারি। হ্যারি দীর্ঘদিন ধরেই এই দাতব্য কর্মসূচির সমর্থক। মূলত এই কর্মসূচির জন্যই যুক্তরাজ্যে গেছেন তিনি। ২০২০ সালে যুক্তরাজ্যের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন প্রিন্স হ্যারি। ক্যালিফর্নিয়ায় থাকতে শুরু করেন তারা। হ্যারি যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী মেগান মার্কলকে বিয়ে করার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই অশান্তি লেগে ছিল রাজপরিবারে। রাজপরিবারের অংশ হলেও, শ্বেতাঙ্গ...