শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগের অনুমতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার বরাতে বাসসের খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহে ঘোষণাটি আসার সম্ভাবনা রয়েছে। উপদেষ্টা বলেন, "আমরা ইতোমধ্যেই গ্রাউন্ড হ্যান্ডলিং সম্পর্কে একটি সিদ্ধান্ত নিয়েছি এবং শিগগিরই এটি প্রকাশ করব। "আমরা একটি প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের লক্ষ্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে জড়িত সকলের সক্ষমতার ভিত্তিতে পরিষেবা বৃদ্ধি করা। আমরা একটি সমন্বিত পদ্ধতি চাই।" এখন পর্যন্ত হযরত শাহজালাল বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে থার্ড টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার জন্য রোববার বিকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং একটি জাপানি কনসোর্টিয়ামের মধ্যে তিন দিনের আলোচনার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। বেবিচক কর্মকর্তারা...