বিশ্বকাপ বাছাইয়ে রোববার লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একাদশ মিনিটে গোলটি করে নতুন এই রেকর্ড গড়েন মেমফিস। তিনি ছাড়িয়ে গেলেন সাবেক তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সিকে। ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল নিয়ে আগে রেকর্ড ছিল ফন পার্সির। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ওই রেকর্ড স্পর্শ করেন মেমফিস। এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি। লিথুয়ানিয়ার বিপক্ষে ৩৩তম মিনিটে টিম্বারের গোলে ব্যবধান দ্বিগুণ হয় নেদারল্যান্ডসের। পরে দুটি গোল করে প্রথমার্ধেই সমতা টানে স্বাগতিকরা। জমে ওঠা লড়াইয়ের ৬৩তম মিনিটে হেডে গোল করে দলে জয় নিশ্চিত করেন বর্তমানে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলা মেমফিস। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও...