বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র-ক্যাপস ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। রোববার দুপুরে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ সমঝোতা চুক্তি সই হয় বলে ক্যাপসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে একটি ক্লিন এয়ার ক্লাবের কমিটি গঠন এবং একটি এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বায়ুদূষণ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্যাপসের চেয়ারম্যান অধ্যাপক আহমদ কামরুজ্জমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. বদরুল আমিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শাকির আহম্মেদ, ক্যাপসের পরিচালক রাশেদুজ্জামান মজুমদার, সহকারী পরিচালক মাহমুদা ইসলাম ও মো. হুমায়ুন কবির, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাছির আহম্মেদ পাটোয়ারী, লিড রিসার্চার (দূষণ ও জলবায়ু পরিবর্তন) মারজিয়াত রহমান অংশগ্রহণ...