০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেছেন, গুমের মতো ভয়াবহ ঘটনায় যেসব আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য জড়িত ছিলেন, তারা এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। এটি তার মতো ভুক্তভোগী পরিবারগুলোর হৃদয়ে প্রতিনিয়ত রক্তক্ষরণ ঘটায়। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত জুলাই সনদ ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হাসিনুর রহমান বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি আছে। এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটা খুবই ভালো বিষয়। আমরা চাই সব বিভ্রান্তির নিরসন হোক। আমি মনে করি, মোট শহীদের সংখ্যার মতো ধর্ষণের শিকার মা-বোনদের সংখ্যা নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। একজন নারী ধর্ষিত হলেও সেই নির্যাতন পাকিস্তানিদের ঘৃণা করার জন্য যথেষ্ট। ১৯৭১ সালে যে অপকর্ম করেছেন, সেটি...