০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) শামসুদ্দোহা খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার নবাবগঞ্জে পানালিয়া ওয়ান্ডেরালা গ্রিনপার্কে তার বাড়ির সামনে ১২ ঘণ্টা দাঁড়িয়ে থেকে গতকাল রোববার বেলা ১১টায় তাকে আটক করা হয়। পরে চেক জালিয়াতির মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ তথ্য নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, সাবেক এই অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে চেক জালিয়াতির দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। নবাবগঞ্জ থানা সূত্র জানায়, শামসুদ্দোহা খন্দকার নবাবগঞ্জের পানালিয়ায় তার নিজ বাড়িতে ছিলেন। গত শনিবার তিনি মদ্যপান করে বাসার কাজের লোকজনকে হুমকি-ধমকি দেন। রাত ১১টায় বাসার এক নারী গৃহকর্মী জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে বিষয়টি জানান। নবাবগঞ্জ থানা...