০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম রাজবাড়ীর গোয়ালন্দে মাজারকে কেন্দ্র করে যা হয়েছে তা পুরোটাই অজ্ঞতাজনিত বর্বরতা। মাজার ভেঙ্গে কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলার সাথে ইসলাম, ইসলামী রাজনীতি ও ইসলামী চিন্তার কোন সম্পর্ক নেই। এই বর্বরতার সাথে সম্পৃক্ত মূল পরিকল্পনাকারী ও দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। ইসলাম বিদ্বেষীয় পথভ্রষ্টকে দমাতে গিয়ে মাজার ভাঙ্গা এবং কবর থেকে তার লাশ উঠিয়ে পুড়িয়ে বাংলাদেশকে বহির্বিশ্বে জঙ্গিবাদ বা উগ্রবাদী হিসেবে প্রচার করতে যারা সুযোগ সৃষ্টি করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব অনাকাক্সিক্ষত ঘটনা আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে লাশ পোড়ানোর পরিবেশ সৃষ্টি হতো না। লাশ পোড়ানোর দায় প্রশাসন এড়াতে পারে না। গোয়ালন্দে মাজার ভেঙ্গে লাশ পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিভিন্ন...