০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা উপজেলা বিএনপি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকাল রোববার সকাল ১১টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে উক্ত কর্মসূচি পালন করেন। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে কর্মসূচিতে তিনি বলেন, ভাঙ্গা উপজেলা থেকে যে দুটি ইউনিয়ন কর্তন করে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের ওপর একটি মহল মিথ্যা অপবাদ ছড়িয়েছেন। এ অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাবুল কেটে নেয়া ২টি ইউনিয়ন ভাঙ্গা উপজেলার মধ্যে রাখতে...