০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পত্রপত্রিকায় প্রকাশিত খবর মোতাবেক, গত শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশ শেষে সন্ধ্যার দিকে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় এ হামলা চালায়। এর আগে গত শনিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই সেই হামলা চালায়। ওইদিন আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার মারপিটের শিকার হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি হাসপাতালের চিকিৎসাধীন আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হতে পারে। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে এভাবে পেটানো ও গুরুতর আহত করার ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ হয়েছে এবং...