০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাক্সিক্ষত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচন। এই নির্বাচন হচ্ছে, অন্তর্বতী সরকারের সময়ে, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন আস্থা ও আশার সঞ্চার করেছে। আশা করা হচ্ছে, উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হবে। ফ্যাসিবাদের পতনের পর শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নির্ভয়ে-নির্বিঘেœ ভোট দেবে। এবার ডাকসু ও হল সংসদের ভোটের বুথের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। আগে হলে বুথ থাকলেও এবার বুথ আনা হয়েছে হলের বাইরে। ফলে ভয়-ভীতি-চাপের প্রভাব মুক্ত থাকবে এবারের নির্বাচন। প্রতিটি বুথে থাকবে সিসি ক্যামেরা, সেটাও ভোটকে সুষ্ঠু করতে সাহায্য করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবারের নির্বাচনে আলোচনায় আছে ছয়টি শক্তিশালী প্যানেল- ছাত্রদল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট (শিবির), বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংগঠন, প্রতিরোধ পরিষদ, ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট ইউনিটি এবং...