০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নির্মম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল পুরানা পল্টনস্থ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ দাবি জানান। দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি লিখিত বক্তব্যে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর বর্বরোচিত পরিকল্পিত হত্যাকা-ের রহস্য দ্রুত উন্মোচন এবং খুনীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানান। অন্যথায় দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকেই দায়-দায়িত্ব বহন করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়Ñ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী একজন বিশিষ্ট আলেম, একজন ত্যাগী...