০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম নবীপ্রেমী লাখো সুন্নি-জনতার অংশগ্রহণে চট্টগ্রামে ঐতিহাসিক পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস সম্পন্ন হয়েছে। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ৫৪তম এই জুলুসে শনিবার পুরোনগরী পরিণতি হয় জনসমুদ্রে। ‘ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসুল সালাম আলাইকা’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বন্দরনগরী। সকাল সোয়া ১০টায় নগরীর ষোলশহর আলমগীর খানকাহ থেকে এই জুলুস শুরু হয়। সিরিকোট দরবারে আলীয়া কাদেরিয়ার সাজ্জাদনশীন পীর সৈয়দ মুহাম্মদ সাবির শাহ জুলুসের নেতৃত্ব দেন। তার সাথে জুলুসে আরো উপস্থিত ছিলেন- শাহজাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ। এর আগে, ভোর হতেই নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে আসতে থাকেন। জেলার প্রত্যন্ত অঞ্চল ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে...