০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় কর্ণফুলী নদীকেন্দ্রিক নৌদস্যুদের আস্তানায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে এক যৌথ অভিযানে অবৈধ অস্ত্রশস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত একটার দিকে বোয়ালখালী থানাধীন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় নৌদস্যুদের গোপন আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। যৌথবাহিনী সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উক্ত অভিযানে ২টি শটগান এবং ১৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের একটি চৌকস টিম যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার করে আরও অভিযান পরিচালিত হবে। সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা যায়, দুর্ধর্ষ নৌদস্যু চক্রটি কর্ণফুলী নদীতে মাদক চোরাচালান কারবার, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক...