০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বিষ্ময়কর এক তথ্য সামনে এনেছেন গবেষকরা, যা পাখিদের জীবন যাপনে বৈপ্লবিক এক পরিবর্তন এসেছে। অস্ট্রেলিয়ার একদল গবেষক বলছেন, কিছু বন্য পাখি জেনেটিকভাবে পুরুষ হলেও তাদের স্ত্রী প্রজনন অঙ্গ রয়েছে। এমনকি দেখা গেছে, একটি পুরুষ কুকাবুরা ডিম পেড়েছে। এই ঘটনা প্রাণিবিজ্ঞানের ক্ষেত্রে অভূতপূর্ব এবং অবিশ্বাস্য বলে মনে করা হচ্ছে। কুইন্সল্যান্ডের ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্টের আচরণবিজ্ঞানী ড. ডমিনিক পটভিনের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাপত্র সম্প্রতি প্রকাশিত হয়েছে বায়োলজি লেটারস সাময়িকীতে। গবেষকরা দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডের পাঁচটি প্রজাতির প্রায় ৫০০ পাখি বিশ্লেষণ করে দেখেছেন। যেগুলোর মধ্যে কোনো কোনো পাখি আহতও ছিলো। কিছু পাখির মৃত্যুর পর তাদের শারীরিক ও জিনগত পরীক্ষাও চালানো হয়।গবেষণার তথ্য, পাখিদের মধ্যে প্রায় ছয় শতাংশের জেনেটিক লিঙ্গ ও বাহ্যিক বৈশিষ্ট্যের...