০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম বিশ্বকাপ ২০২৬ বাছাই পর্ব পেরিয়ে আফ্রিকা অঞ্চল থেকে সবার আগে চুড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে মরক্কো। আফ্রিকায় বিশ্বকাপ বাছাই অনেক আগে শুরু হলেও এখন তালিকা চূড়ান্ত হতে শুরু করেছে। এই অঞ্চলের দলগুলো ৯টি গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলছে। প্রতি গ্রুপের শীর্ষ দলটি সরাসরি চুড়ান্ত পর্বে জায়গা পাবে। সেইক্ষেত্রে আফ্রিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো। ২০২২ বিশ্বকাপেও বেশ চমক দেখিয়েছিল মরক্কোনরা। শুক্রবার রাবাতে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে নাইজারকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিশ্চিত করল তাদের বিশ্বকাপ টিকিট। নতুনভাবে সংস্কার করা রাবাতের প্রিন্স মোলায় আবদেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মরক্কোর পক্ষে ইসমায়েল সাইবারি দুটি গোল করেন। এছাড়া আয়ুব এল কাবি, হামজা ইগামানে...