প্রতিবছর ৮ সেপ্টেম্বর পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইসলামের দৃষ্টিকোণ থেকে সাক্ষরতা বা শিক্ষা মানুষের জীবনের একটি মৌলিক ও অপরিহার্য অংশ। মহান আল্লাহ কোরআনে প্রথমই হুকুম দিয়েছেন, ‘পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।’ (সুরা আলাক ১-২) এই আয়াত মানবজাতিকে স্মরণ করিয়ে দেয় যে, জ্ঞান অর্জন করা মানুষের প্রথম ও প্রধান দায়িত্ব। ইসলাম কেবল ধর্মীয় বা শাস্ত্রগত শিক্ষাকেই গুরুত্ব দেয়নি, বরং মানবিক, নৈতিক ও সামাজিক শিক্ষার ক্ষেত্রেও জ্ঞান অর্জনকে অপরিহার্য করেছে। ইসলামে সাক্ষরতা কেবল অক্ষর জ্ঞান বা লেখাপড়ায় সীমাবদ্ধ নয়। এটি জ্ঞান, বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তির বিকাশের প্রতীক। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, ‘জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ।’ (ইবনে মাজাহ) এ থেকে বোঝা যায়, ইসলাম নারী-পুরুষ উভয়ের জন্য শিক্ষার সমান গুরুত্ব আরোপ করেছে। ইসলামের স্বর্ণযুগে শিক্ষিত নারী...