বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়াদাবাদ এলাকায় একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের দায়ে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আখাউড়া উপজেলার ধরখার পূর্বপাড়ার মো. ডালিম (৪৮) ও সদর উপজেলার আহরন্দ গ্রামের...