ময়মনসিংহের ভালুকায় গত শনিবার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিক্ষার্থীরা হলো উপজেলার মামারিশপুর গ্রামের মো. উজ্জ্বল শেখের ছেলে উপজেলার মধ্য হবিরবাড়ী মাদ্রাসাতুল রওজাতুন সুন্নাহ আল আরাবিয়া এতিমখানা ও মাদ্রাসার ছাত্র আবদুল মুমিন (১৮) এবং একই মাদ্রাসার শিক্ষার্থী মুক্তাগাছার বন বাংলা গ্রামের মো. আবদুল মোতালেবের ছেলে মো. মাহাদী হাসান (১৭) এবং ভালুকা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুচারভিটা এলাকার অর্জুন সরকারের ছেলে ভালুকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র অপু সরকার (১৪)। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মধ্য হরিরবাড়ী মাদ্রাসাতুল রওজাতুন সুন্নাহ আল আরাবিয়া...