ক্রিশ্চিয়ানো রোনালদোর লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলা। সেই লক্ষ্যে উয়েফা অঞ্চলে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন সিআরসেভেন। গোল উৎসর্গ করেন প্রয়াত ডিয়েগো জটাকে। এদিন বাছাইপর্বে গোলের রেকর্ডে মেসিকে পেছনে ফেলেছেন এই পর্তুগিজ মহাতারকা। এছাড়া জোয়াও ফেলিক্সও করেন জোড়া গোল। অপর গোলটি করেন জোয়াও কানসেলো। ফিফা র্যাংকিংয়ে পর্তুগালের (৬) চেয়ে অনেক পেছনে আর্মেনিয়া (১০৫)। সেটি বোঝা গেল মাঠের খেলায়ও। দশম মিনিটে গোলের শুরুটা করেন জোয়াও ফেলিক্স। ডান দিক থেকে জোয়াও কানসেলোর গোলমুখে বাড়ানো ক্রসে হেডে বল জালে পাঠান এই স্ট্রাইকার। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ডান দিক থেকে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান পেদ্রো নেতো। বলে পা ছুঁয়ে জালে পাঠান পর্তুগাল অধিনায়ক। গোলের পর আকাশের...