০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তার চেয়ে বড় কথা, যেখানে দুই দলের ওয়ানডে ম্যাচগুলো হবে সেই ফায়সালাবাদে আন্তর্জাতিক ম্যাচ গড়াতে যাচ্ছে ১৭ বছর পর! প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি গতপরশু রাতে প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।আগামী ১২ অক্টোবর লাহোর টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। দ্বিতীয় টেস্টটি রাওয়ালপিন্ডিতে, শুরু ২০ অক্টোবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে দিয়ে প্রতিযোগিতাটির ২০২৫-২৭ চক্রে পথচলা শুরু করবে পাকিস্তান। চার বছর পর নিজ আঙিনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। সবশেষ ২০২১ সালে বাবর আজমের নেতৃত্বে দুই টেস্টের...