০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ এএম পুত্র হত্যার বদলা হত্যা চেয়েছেন জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দীপ্তি। অপরাধীদের চূড়ান্ত শাস্তি (মৃত্যুদণ্ড) চেয়েছেন তিনি।গতকাল রোববার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে এ দাবি জানান তিনি। শহীদ আনাসসহ চানখাঁ’র পুলে নিহত ছয় ছাত্র-জনতার হত্যা, তথা মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি সাক্ষ্য দেন। এ মামলায় ডিএমপি’র সাবেক আলোচিত কমিশনার হাবিবুর রহমানসহ আটজন আসামি রয়েছেন। শহীদ আনাসের মা সহ এ যাবত এ মামলায় নয় জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। জুলাই শহীদ আনাসের মা সাক্ষ্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে একটি চিঠি লিখে রাজধানীর গেন্ডারিয়ার ভাড়া বাসা থেকে বের হয়েছিল আনাস। চিঠিতে আনাস লিখেছিল ‘মা আমি মিছিলে যাচ্ছি।...