০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯ এএম সফল ট্রেড নেগোসিয়েশনের জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ট্রেড নেগোসিয়েশনে নানান বাধা মোকাবিলা করতে হয়। নন ট্রেড নেগোসিয়েশনে আরো বেশি বাধা আসে। মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি। গতকাল রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘প্রতিফলন এবং ভবিষ্যৎ পথ নির্দেশ : বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা নির্মাণ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)।বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের রফতাণিপণ্য খুবই সীমিত। পণ্যের বহুমুখীকরণ না হওয়ায় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে...