০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম এশিয়া কাপ হকি টুর্নামেন্টের স্থান নির্ধারনী ম্যাচে শক্তিশালী জাপানকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ হকির বাছাই পর্বে খেলার সুযোগ পেত বাংলাদেশ। কিন্তু না তা আর হয়নি। এশিয়া কাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে বড় ব্যবধানে হেরে ষষ্ঠ হয়েই আসর শেষ করলো বাংলাদেশ। ফলে বিশ্বকাপ হকির বাছাই পর্বে খেলতে এখন পাকিস্তানের অপেক্ষায় থাকতে হচ্ছে লাল-সবুজদের। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেই বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ তৈরি করতে হবে বাংলাদেশকে।গতকাল ভারতের রাজগিরীতে এশিয়া কাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেয় জাপান। ম্যাচে জাপানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার (পিসি) ও কয়েকটি ভালোই আক্রমণ করেছিল লাল-সবুজরা। যদিও গোল লাভে...