০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম চারদিকে চৈত্র মাসের মতোই তীব্র রোদের তেজ। আবার কোথাও মেঘ-ভাঙা রোদ। ভরা শরৎকাল এখন। আশ্বিন সমাগত। অথচ দুঃসহ ভ্যাপসা গরম। কাহিল মানুষ ঘামছে আর হাঁপাচ্ছে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রামগতিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৩৪.২ এবং সর্বনিম্ন ২৮.৫ ডিগ্রি সে.। অধিকাংশ জেলায় এখন রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রাও ২৭ থেকে ২৯ ডিগ্রির ঘরে। তবে ঢাকাসহ অনেক জায়গায় দিনের বেলায় প্রকৃত তাপানুভূতি (রীয়্যাল ফীল) স্থানভেদে আরো ৫ থেকে ১২ ডিগ্রি বেশিই দেখাচ্ছে! চলতি সেপ্টেম্বর মাসের প্রথম দিনই তাপমাত্রার পারদ ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যায় সিলেটে, ঢাকায় ছিল ৩৭ ডিগ্রি। শনিবার ঢাকায় ছিল ৩৬ ডিগ্রি। মাসের শুরু থেকেই দুঃসহ ভ্যাপসা গরম। তাপমাত্রা মৌসুমের বর্তমান সময়ের (শরৎ) তুলনায় অস্বাভাবিক...