০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের সহ পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের জাতীয় খো খো প্রতিযোগিতার দুই বিভাগেই সেরা হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। গতকাল পল্টন ময়দানে প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে চট্টগ্রাম জেলাকে ৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আনসার। একই ভেন্যুতে নারী বিভাগের খেলায় ১ পয়েন্ট ও ৬ মিনিটে নীলফামারী জেলাকে ১ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় আনসারের মেয়েরা। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে পুরুষ বিভাগে বাগেরহাটকে হারিয়ে নীলফামারী এবং নারী বিভাগে যশোরকে হারিয়ে তৃতীয় হয় গাজীপুর।কাল ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি অসীম কুমার সাহা। এসময় বিশেষ অতিথি ছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম শেখ মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত...