০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৯ আসনের সীমানা পুনঃনির্ধারণ করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কোথাও হয় বিক্ষোভ আবার কোথাও হয় আনন্দ মিছিল। নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আন্দোলন করে কোন লাভ হবে না। আইনগতভাবে সংসদীয় সীমানা পরিবর্তনের আর সুযোগ নেই। নির্বাচন কমিশন প্রকাশিত সংসদীয় আসনের সীমানার চূড়ান্ত তালিকা নিয়ে আইন অনুযায়ী কোনো আদালত বা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। বিক্ষোভ-আন্দোলন করেও কোনো লাভ হবে না। গতকাল রোববার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সীমানা নির্ধারণের কাজটি কমিশন নিরপেক্ষভাবে শেষ করেছে। প্রশাসনিক অখ-তা, ভৌগোলিক এলাকা, সর্বশেষ আদমশুমারির কথা আইনে বলা...