০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ এএম ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ভবনটিতে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন।দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে হামলা চালায়, এতে অন্তত ১৮ জন আহত হয় এবং বহু ভবনে আগুন ধরে যায়। তবে এটি সরাসরি আঘাতের কারণে নাকি ধ্বংসাবশেষের প্রভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যদি এটি সরাসরি আঘাত হয়, তবে রাশিয়ার আকাশ হামলার ক্ষেত্রে এটি একটি বড় মাত্রার উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হবে। এর আগে শহরের কেন্দ্রীয় সরকারি ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে রাশিয়া বিরত ছিল। মন্ত্রিসভা ভবনটি ইউক্রেন সরকারের কেন্দ্র, যেখানে বিভিন্ন মন্ত্রীর কার্যালয় অবস্থিত।ইউক্রেনের...