০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম দেশের প্রখ্যাত চিন্তক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমর আর নেই। গতকাল রোববার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ছিলেন। দলটির সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা জানান, গতকাল অসুস্থ অবস্থায় বাসা থেকে স্পেশালাইজড হাসপাতালে আনার পর সেখানেই তিনি ইন্তেকাল করেন। প্রখ্যাত এই রাজনীতিক ও লেখকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আইন উপদেষ্টা, ড. আসিফ নজরুল, জামায়াতের আমির ডা. শফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দেশে যে ক’জন সাহসী মানুষ ছিলেন বদরুদ্দীন উমর তাদের...