০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ এএম একটি উপজেলায় শাসনব্যবস্থায় দ্বিতীয় ব্যক্তি সহকারী কমিশনার (ভূমি)। মানসিক চিন্তার উন্নয়ন ঘটাতে হবে। মননে পরিবর্তন আনতে হবে। কোনোভাবে বেআইনি পথে পা বাড়ানো যাবে না বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গতকাল রোববার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (এলএটিসি) নব নিযুক্ত সহকারী কমিশনারদের (ভূমি) ‘৪৫ ও ৪৬’তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভূমি উপদেষ্টা বলেন, জাতির এক ক্রান্তিকালে আমরা দায়িত্বভার গ্রহণ করেছি। এই ক্রান্তিকালে সবাই প্রশাসনের ওপর আস্থা রেখেছিল। প্রশাসন ক্যাডার অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, দিনে দিনে এই চ্যালেঞ্জ বাড়ছে। নিজেদের জনবান্ধব হিসেবে তুলে ধরতে হবে। বিশেষায়িত জ্ঞান অর্জন করতে হবে। অনেক সহকারী কমিশনার জনবান্ধব সেবা দেওয়ার মাধ্যমে জাতির কাছে সুপরিচিত হয়েছে।...