০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারীতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার রাতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ ঘটনায় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলার মীরেরহাট থেকে ১১ মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় গতকাল দুপুর ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে এক যুবক হাটহাজারী বড় মাদরাসা মসজিদ লক্ষ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করে একটি ছবি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থী ও কওমি জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পরে ফটিকছড়ি থানা পুলিশ ওই যুবককে...