০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ এএম সিলেটে চলছিল নেদারল্যান্ডস সিরিজের প্রস্তুতি। এশিয়া কাপকে সামনে রেখে সেটিযে শুধুই এশিয়া কাপের মহড়া, তা সকলেরই জানা। জানতেন জাকের আলী অনিকও। ঢাকায় ক্যাম্পে থাকাকালীন সেই সপ্তাহ তিনেক আগেই কথাটি একবার বলেছিলেন এই অলরাউন্ডার। দেশ ছাড়ার আগেও তার কণ্ঠে সেই প্রত্যয়। একই স্বপ্ন হৃদয়ে ধারণ করে উড়াল দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাসও। তিনবার ফাইনালে হারার যন্ত্রণাময় অতীতকে পেছনে ফেলে এশিয়া কাপে এবার শিরোপার সাফল্যে নিজেদের রাঙাতে চায় বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে লড়তে গতকাল দুই ধাপে আবু ধাবিতে গেছে বাংলাদেশ দল। প্রথম ধাপে সকালে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাওহীদ হৃদয়সহ বেশ...