০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম নগরীতে পরকীয় প্রেমের জেরে এক প্রবাসীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ স্ত্রী ও পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে। শনিবার রাত ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়া গোদা এলাকায় এই চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটে। খুনের শিকার মোহাম্মদ আকিব হোসেন (৩২)। এই ঘটনায় স্ত্রী পুষ্পা আক্তার ও তার পরকীয়া প্রেমিক সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। নিহতের স্বজনেরা জানান, আকিব বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী পুষ্পা আক্তার পরকিয়া সম্পর্কে জড়িয়ে যায়। দেশে ফিরে তিনি বিষয়টি জানতে পারেন। বিয়ের পর তার স্ত্রী তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে ফেলেছিল। সে পরে আলাদা বাসায় চলে যায়। ওই বাসায় থেকে সে পরকিয়ায় জড়িয়ে যায়। এক পর্যায়ে বিদেশ থেকে এসে...