গান আর গল্পে মধুর এক সন্ধ্যা উপহার দিলেন কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন; সুরের মুর্ছনা ছড়ালেন মিলনায়তনজুড়ে। আরও একবার তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করলেন সবাইকে। তাকে সম্মাননা জানানোর অনুষ্ঠানটি যে কারণে হয়ে উঠল ভিন্ন কিছু, পেল ভিন্ন মাত্রা। রোববার এমন মধুর এক সন্ধ্যায় তাকে সম্মাননা জানানোর অনুষ্ঠানটি এজন্য শুধু তার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকল না। তার সম্মানে গানও গাইলেন আমন্ত্রিত শিল্পীরা। রফিকুল আলম, আবিদা সুলতানা, নকীব খান, খুরশীদ আলম, ফেরদৌস আরা, পার্থ বড়ুয়া, আগুন একত্রিত হয়ে গাইলেন ‘সে যে কেন এল না’। দুই দিন আগে বৃহস্পতিবার বাংলাদেশের সংগীতের কিংবদন্তী এই শিল্পী ৭১ বছর পূর্ণ করেন। তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে সংস্কৃতি মন্ত্রণালয় এদিন আয়োজন করে ‘শুধু গান গেয়ে পরিচয়’। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ আয়োজনে শিল্পী নিজেও গান...