রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ হয়েছে। নির্বাচনে প্রার্থিতার জন্য বিতরণ করা ১ হাজার ২৩৩টি মনোনয়নের মধ্যে দাখিল হয়েছে ৯২৫টি। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বিকাল ৫টা পর্যন্ত সময় থাকলেও কার্যক্রম সম্পূর্ণ না হওয়ায় রাত ৮টা পর্যন্ত চলে মনোনয়ন গ্রহণ কার্যক্রম।আরো পড়ুন:রাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণারাকসুতে ছাত্রদলের প্যানেলে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় রাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা রাকসুতে ছাত্রদলের প্যানেলে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় এতে কেন্দ্রীয় সংসদের ২৩টা পদের বিপরীতে ২৬০ জন, সিনেট-এ ৫ জন ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৬০১ জন মিলে সর্বমোট ৯২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে মনোনয়ন দাখিল করেননি ৩০৮ জন।...