বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ৫টি মামলায় গ্রেফতারকৃত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা.সেলিনা হায়াত আইভীর জামিনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে আইভীর জামিন হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে। তবে এটিকে গুজব বলে দাবি করেছেন আইভীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া ২ আইনজীবী। এ বিষয়ে নারাায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আইভীর পক্ষের আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, এটি স্রেফ গুজব। আইভীর মামলার শুনানী হাইকোর্টে পেন্ডিং রয়েছে। আরো দেড় মাস পরে...