৪১৫ রানের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সাউদাম্পটনে তৃতীয় ওয়ানডেতে মাত্র ৭২ রানেই অলআউট দক্ষিণ আফ্রিকা। তাতে ৩৪২ রানে জিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের জয়ের বিশ্ব রেকর্ড গড়েছে ইংল্যান্ড। এত দিন ওয়ানডেতে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার-জিতের রেকর্ডটা ছিল ৩১৭ রানের। ২০২৩ সালে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কাকে এই ব্যবধানে হারিয়েছিল ভারত। জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৪১৪ রান করেছিল ইংল্যান্ড। রান তাড়ায় ২০.৫ ওভারেই ৭২ রানে অলআউট প্রোটিয়ারা। দলটির অধিনায়ক টেম্বা বাভুমা অবশ্য ব্যাট করেননি চোটের কারণে। রান তাড়ায় ৭ রানে ৪, ২৪ রানে ৬ ও ৫৭ রানে ৮ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেছেন করবিন বশ। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই অন্তত ফিফটি করে বিশ্ব রেকর্ড গড়া ম্যাথু ব্রিটজকে আজ...