যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্য দিয়ে কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছে, তা আবারও স্পষ্ট হয়েছে। খবর আলজাজিরার। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) ৮৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮৫৭ জনকে নিষিদ্ধ ঘোষিত প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি গোষ্ঠীর প্রতি সমর্থন দেখানোর সন্দেহে আটক করা হয়েছে। বাকি ৩৩ জনকে পুলিশের ওপর হামলা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়। শনিবারের বিক্ষোভের আয়োজক ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি প্রচারণা গোষ্ঠী পুলিশের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে, পুলিশ সহিংসভাবে লোকজনকে গ্রেপ্তার করেছে ও মিথ্যা দাবি করে বিক্ষোভকারীদের কলঙ্কিত করার চেষ্টা করেছে। তারা আরও দাবি করে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে যাজক, অবসরপ্রাপ্ত শিক্ষক ও হলোকাস্ট থেকে...