০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম বৈদ্যুতিক খুঁটিবাহী ভারী যানবাহনে ক্ষতিগ্রস্থ হচ্ছে রাজারহাট-চুকনগর মহাসড়কটি। প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত মহাসড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এই মহাসড়কের যশোরের মনিরামপুর পৌরশহরের নির্মিত কংক্রিটের সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, দেশে ৬৭টি জাতীয় মহাসড়ক, ১২১টি আঞ্চলিক মহাসড়ক এবং ৬৩৩ টি জেলা সড়ক রয়েছে। এরমধ্যে ২০২০ সালের ২০ জুলাই চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাজারহাট-চুকনগর আঞ্চরিক মহাসড়ক প্রশস্তকরনের কাজের কার্যদেশ দেওয়া হয়। পরবর্তীতে ধাপে ধাপে ব্যয় বেড়ে প্রায় সাড়ে তিনশ’ কোটিতে দাঁড়ায়। ৩৮ কিলোমিটার এই মহাসড়কের প্রশস্ততা ৫.৫ মিটার হতে ১৩.৩ মিটারে উন্নীত করা হয়। যার মেয়াদ পরবর্তী ১৭ মাসের মধ্যে ধার্য্য ছিল। কিন্তু...