০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ক্ষমতায় বসার এক বছর পার হওয়ার আগেই পার্লামেন্টের উভয় কক্ষে জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর দলের ভেতর-বাইরে চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।গতকাল এক সংবাদ সম্মেলনে ৬৮ বছর বয়সী এ রাজনীতিক বলেন, তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং দলকে নতুন নেতৃত্ব বেছে নিতে বলেছেন। পদত্যাগের ঘোষণা দিলেও নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত ইশিবাই প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। তার পদত্যাগ নড়বড়ে অবস্থায় থাকা দেশটির নীতি স্থবিরতার কাল আরো দীর্ঘায়িত করতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ইশিবার ঘনিষ্ঠ একটি সূত্র প্রধানমন্ত্রী শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। একসময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো ইশিবা প্রধানমন্ত্রী হয়েছেন এক বছরও হয়নি, এর মধ্যেই তার জোট...