‘স্বচ্ছতা ও দক্ষতায়, ন্যায্যতায় নিশ্চয়তায়’ স্লোগান সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে নিজেদের ৯ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’।রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আরিফ উল্লাহ।এ সময় প্যানেলের অন্যান্য কেন্দ্রীয় প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদপ্রার্থী ফেরদৌস আল হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) প্রার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা উপস্থিত ছিলেন।জুলাইয়ের ছাত্র-আন্দোলনের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদবিরোধী পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে প্যানেলটি। একই সঙ্গে দোষী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।ঢাবির ৫ ছাত্রী হলে ছাত্রশিবির প্যানেলের প্রজেকশন মিটিংসেশনজট নিরসনে অ্যাকাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন, মানোন্নয়ন পরীক্ষার সুযোগ এবং দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ...