‘প্রকৃত’ সাক্ষরতার হার আরও কম হতে পারে- গণশিক্ষা উপদেষ্টা ‘দেশের সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ (অর্থনৈতিক সমীক্ষা-২০২৪)। সেই হিসেবে প্রায় ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনও নিরক্ষর, যারা কখনও বিদ্যালয়ে ভর্তি হয়নি বা প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার,(০৭ সেপ্টেম্বর ২০২৫) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘ ঘোষিত এ দিবস প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য হলো ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’। ‘সত্যিকার অর্থে’ সাক্ষরতার হার আরও কম হতে পারে মন্তব্য করে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, ‘আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার চেপে রেখেছিল। স্কুলে...