ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচারণা কার্যক্রম রোববার,(০৭ সেপ্টেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ২৬ আগস্ট থেকে এ দীর্ঘ প্রাণবন্ত প্রচারণা শেষে এখন প্রার্থীরা অপেক্ষায় আছেন ভোটের মাঠের লড়াইয়ের। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সোমবার ও মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। রোববার প্রচারণার শেষ দিনে ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। প্রার্থীরা মিছিল, পথসভা, স্লোগান ও প্রচারপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করেন। পুরো ক্যাম্পাসে প্রার্থী আর সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোথাও কোনো উত্তেজনা ও বাকবিতণ্ডার ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ করা, সবার অংশগ্রহণ নিশ্চিতে নানা প্রদক্ষেপ নেয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা...