মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকাজুড়ে দখলে থাকা সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির দাপট রাখাইন ছাড়িয়ে এখন বাংলাদেশের নাফ নদ ও বঙ্গোপসাগরেও চলছে। এ কারণে বাংলাদেশি জেলেদের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে তারা। নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের আটকের ঘটনা আগেও অনেকবার ঘটেছে। সম্প্রতি নতুন করে আরাকান আর্মি নাফ নদ ও সাগরে মাছ শিকারে ফেরার পথে বাংলাদেশি ১৩টি ট্রলারসহ ৮১ জেলেকে আটক করে নিয়ে যায়। আপাতত ওইসব জেলেদের মুক্তির কোনো খবর নেই পরিবারের কাছে। আরাকান আর্মির বাধায় বাংলাদেশ-মায়ানমার সীমান্ত বাণিজ্য বন্ধ গত ৮ মাসে আরাকান আর্মি ২৫০ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে, ফেরত এসেছে ১৮৯ জেলে আরাকান আর্মি জেলেদের আটক ছাড়াও ইয়াঙ্গুন ও রাখাইনের সিত্তুয়ে বন্দর থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে আসা...