০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম ভারতের গুজরাটের বোটাড জেলার ১৭ বছর বয়সী মুসলিম কিশোর আরিয়ান মাখিয়ালা পুলিশ হেফাজতে টানা নয়দিন ধরে গুরুতর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় গত মাসে স্থানীয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে তার পরিবার। এতিম কিশোর মাখিয়ালা একজন দিনমজুর এবং বাবা-মায়ের মৃত্যুর পর তার দাদা-দাদি ও দুই বোনের একমাত্র উপার্জনকারী সে। তাকে গত ১৯ আগস্ট একটি স্থানীয় মেলা থেকে চুরির সন্দেহে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানা গেছে। দুই দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে তার পরিবার বোটাড থানায় নিখোঁজের ডায়েরি করতে গেলে জানতে পারেন যে, তাকে আটক করা হয়েছে। তার চাচা সোহিলভাইয়ের মতে, মাখিয়ালাকে কোনো ম্যাজিস্ট্রেটের সামনে হাজির না করেই নয় দিন...