০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম সিলেটের জকিগঞ্জ চেকপোস্ট বাজার এলাকায় ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। শনিবার (৭ সেপ্টেম্বর) বাদ মাগরিবের সময়ের এই ঘটনায় আহত হয়েছেন তিনজন, যার মধ্যে মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন— জকিগঞ্জ উপজেলার নয়াবাজার গ্রামের তরুণ হাসান আহমদ, কসকনকপুর খোঁজারমহল্লার মানসিক ভারসাম্যহীন দিপু আহমদ এবং পরিচয় অজানা এক বৃদ্ধ। স্থানীয়রা জানান, হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন দিপু আহমদ সড়কে ছুটে এলে বাইক চালক হাসান প্রাণপণ চেষ্টা করেন তাকে বাঁচানোর। কিন্তু মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। সড়কের ওপর ছিটকে পড়ে একসঙ্গে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে গুরুতর আহত মোটরসাইকেল চালক হাসান আহমদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়। আবুধাবি বিএনপির উদ্যোগে মিলাদুন্নবী...