ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষকরা। ইসলামী ফ্রন্টের নেতাদের দাবি, জশনে জুলুছে অংশ নিতে যাওয়া গাড়ি লক্ষ্য করে মাদ্রাসা থেকে গরম পানি নিক্ষেপ করা হয়েছে। অন্যদিকে হাটহাজারী মাদ্রাসার শিক্ষকদের দাবি, জুলুছে যাওয়ার পথে মাদ্রাসার বায়তুল কারীম জামে মসজিদ লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গির ভিডিও করে ফেসবুকে পোস্ট করে উস্কানি দেওয়া হয়েছে। পরে হামলা চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জশনে জুলুছে যাওয়ার পথে গাড়িবহরে থাকা আরিয়ান ইব্রাহিম আপত্তিকর অঙ্গভঙ্গির ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিকেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এদিকে, রোববার বিকেলে সংবাদ সম্মেলন করেছে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা। সেখানে লিখিত বক্তব্যে বলা হয়, দৃষ্টিকটু অঙ্গভঙ্গির মাধ্যমে মাদ্রাসার ছাত্রদের উস্কানি দেওয়া হয়েছে। মসজিদের দিকে অশালীন ভঙ্গি দেখানো হয়েছে। রাতে জুলুসের...