আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই অনুষ্ঠিত হবে এবং পৃথিবীর কোনো শক্তি এ নির্বাচন ঠেকাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব এ কথা বলেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত দেশব্যাপী প্রায় এক হাজার ৬০০ বিক্ষোভ ও আন্দোলনের ঘটনা ঘটেছে, যা গড়ে প্রতিদিন চারটির সমান। এর মধ্যে প্রায় ৬০০টি ছিল শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, দীর্ঘ দমন-পীড়নের পর জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা গণতান্ত্রিক পরিবেশে নানা দাবি-দাওয়ার মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী...